Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

বাকৃবিতে বোটানিক্যাল গার্ডেনে হার্বেরিয়াম উদ্বোধন

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ০৩:১৮, ৬ এপ্রিল ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বাকৃবিতে বোটানিক্যাল গার্ডেনে হার্বেরিয়াম উদ্বোধন

ছবি : বহুমাত্রিক.কম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহস্পতিবার শুষ্ক উদ্ভিদের নমুনার সংগ্রহশালা হর্বেরিয়ামের উদ্বোধন করা হয়। সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গর্ডেনে উদ্বোধন করা হয়। বাকৃবি ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ওই অনুষ্ঠানের আয়োজন করে।এতে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন এলাকার ১৫৭ বিরল প্রজাতির উদ্ভিদের নমুনা সংরক্ষণ করা হয়েছে।

ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর উপস্থিত ছিলেন। এছাড়া সাবেক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন । এতে সঞ্চালনা করেন বোটানিক্যাল গার্ডেনের কিউরেটর অধ্যাপক ড. আ.খ.ম. গোলাম সারওয়ার।

হার্বেরিয়ামের পাহাড়ি উদ্ভিদের নমুনা সংগ্রহ করেন পি.এইচ.ডি শিক্ষার্থী মো. রিশাদ আবদুল্লাহ। তিনি বলেন, ১৫৭ প্রজাতি ছাড়াও হার্বেরিয়ামে অজ্ঞাত অনেক প্রজাতি রয়েছে যা এখনও সনাক্ত করা হয়নি। দেশের মধ্যে আমাদের হার্বেরিয়ামটি পঞ্চম।

সাবেক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, জীবিত উদ্ভিদের পাশাপাশি মৃত উদ্ভিদের সংরক্ষণও গুরুত্বপূর্ণ। বাকৃবি বোটানিক্যাল গার্ডেনে বর্তমানে ১ হাজারে বেশি জীবিত উদ্ভিদ রয়েছে। এগুলোও ধীরে ধীরে হর্বেরিয়ামে সংরক্ষণ করা হলে ওই উদ্ভিদ নিয়ে গবেষণার কাজ সহজ হবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer