Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

‘বাংলাদেশের প্রতি কিছু দেশের ট্রাভেল অ্যালার্ট হতাশাজনক’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৮, ১৭ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০০:৪৮, ১৮ ডিসেম্বর ২০১৭

প্রিন্ট:

‘বাংলাদেশের প্রতি কিছু দেশের ট্রাভেল অ্যালার্ট হতাশাজনক’

ছবি : পিআইডি

ঢাকা : বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে কিছু দেশের ট্রাভেল অ্যালার্ট (ভ্রমণ সতর্কতা) জারিতে হতাশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

রোববার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) নিউজ লেটার ‘দ্য ট্রাভেললগ’–এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, দেশের অগ্রগতি ও সৌন্দর্য তুলে ধরতে আগামী বছর থেকে ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলার আয়োজন করা হবে। কেননা পর্যটন এখন আর কেবল দেশ দেখার মধ্যে সীমাবদ্ধ নেই।

তিনি বলেন, রিলিজিয়াস টুরিজম, হালাল টুরিজম, কালচারাল টুরিজম, হেলথ টুরিজম পর্যটনকে সবচেয়ে বর্ধিষ্ণু শিল্পে পরিণত করেছে। গত বছর ১২০ কোটি পর্যটক পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। আন্তর্জাতিক পর্যটন মেলা এসব পর্যটককে বাংলাদেশমুখী করতে ভূমিকা রাখবে।

গত বছর জঙ্গি হামলাসহ বিভিন্ন কারণে কয়েকটি দেশ বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলতে তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer