Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

বছরের একটি দিনকে পাট দিবস পালনের প্রস্তাব সংসদীয় কমিটির

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৩, ২২ আগস্ট ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বছরের একটি দিনকে পাট দিবস পালনের প্রস্তাব সংসদীয় কমিটির

ঢাকা: সোনালী আঁশ খ্যাত পাটকে বাঁচাতে এবং বিশ্বের দরবারে পাটকে উপযুক্ত ভাবে উপস্থাপনের লক্ষ্যে বছরের যে কোন একটি দিনকে পাট দিবস হিসেবে পালনের প্রস্তাব করেছে সংসদীয় কমিটি।

‘পাট বিল-২০১৬’ নিয়ে আলোচনাকালে এই প্রস্তাব করা হয়। সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা শেষে এ বিষয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়াও বৈঠকে পাট বিল ২০১৬ সম্পর্কে স্টেক-হোল্ডারদের সাথে আলোচনার লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনীসমূহ সংযোজনসহ চুড়ান্ত খসড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, মন্নুজান সুফিয়ান, ডা. মো. এনামুর রহমান ও সাবিনা আক্তার তুহিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer