Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

প্রতিকূল আবহাওয়া উপযোগী ফসলের জাত উদ্ভাবনের আহ্বান রাষ্ট্রপতির

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৭, ১২ অক্টোবর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

প্রতিকূল আবহাওয়া উপযোগী ফসলের জাত উদ্ভাবনের আহ্বান রাষ্ট্রপতির

ছবি : পিআইডি

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে গবেষক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অন্যান্যের প্রতি প্রতিকূল আবহাওয়া উপযোগী জাতের ফসল উদ্ভাবনের আহ্বান জানিয়েছন।

বৃহস্পতিবার বঙ্গভবনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (এসএইউ) দশ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, ‘টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কৃষি সেক্টরে নয়া প্রযুক্তি উদ্ভাবনের কোন বিকল্প নেই।’

সাক্ষাতকার শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন।
আবদুল হামিদ জলবায়ু পরিবর্তনজনিত প্রতিকূল পরিবেশের উল্লেখ করে গবেষক ও বিশেষজ্ঞদের প্রতি বাংলাদেশে প্রতিকূল আবহাওয়া উপযোগী ফসলের জাত উদ্ভাবনের আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, এ দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে।

এসএইউ’র ভাইস চ্যান্সেলর মো. গোলাম শাহি আলমের নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি রাষ্ট্রপতিকে কৃষি ও পরিবেশের উন্নয়নে গবেষণাসহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

তারা রাষ্ট্রপতিকে এসএইউ’র প্রথম বার্ষিক প্রতিবেদনের (২০০৫-২০১৫) বিভিন্ন দিক সম্পর্কেও অবহিত করেন।

ডিসি যথাযথভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনায় রাষ্ট্রপতি সার্বিক সহায়তা কামনা করেন।
এ সময় রাষ্ট্রপতি সংশ্লিষ্ট সচিবগণ এবং এসএইউ’র বিভিন্ন অনুষদের ডিনগণ উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer