Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

নিখোঁজ ভারতীয় সেই বিমানকে ঘিরে রহস্য, বাজছে বিমানকর্মীর ফোন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:৪৮, ৩১ জুলাই ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নিখোঁজ ভারতীয় সেই বিমানকে ঘিরে রহস্য, বাজছে বিমানকর্মীর ফোন

ঢাকা : নিখোঁজ ভারতীয় বিমান বাহিনীর বিমানটিকে( এএন-৩২ ) ঘিরে রহস্য দাঁনা বেধে উঠেছে। নিখোঁজ সেই বিমানে থাকা এক বিমানকর্মীর মোবাইল ফোন এখনও চালু ও ফোন করলে বাজছে বলে দাবি করছেন তার পরিবার।

বিমানকর্মীর পরিবারের এমন চাঞ্চল্যকর দাবি ঘিরে তৈরি হয়েছে সংশয়। নিখোঁজ বিমানের যাত্রী ছিলেন এয়ারম্যান রঘুবীর বর্মা। তাঁর পরিবারের দাবি, গত দু’দিন ধরে রঘুবীরের মোবাইলে ফোন করা হলে, রিং হচ্ছে। তবে অন্য প্রান্ত থেকে সাড়া মেলেনি।

রঘুবীরের মোবাইলের মেসেঞ্জার অ্যাপ ২৬ জুলাই শেষবার দেখা হয়েছে বলে তাদের দাবি। অথচ ২৯ জন যাত্রী নিয়ে বিমানটি নিখোঁজ হয় ২২ জুলাই। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ভারতের বিমান বাহিনীর। ওই বিমানে চড়ে রাজস্থানে কর্মরত রঘুবীর ওই দিন পোর্ট ব্লেয়ারের বাড়িতে ফিরছিলেন। তাম্বারাম থেকে রওনা হওয়ার আগে ওই মোবাইল থেকেই পরিবারের সঙ্গে কথা বলেন রঘুবীর।

সূত্র: এবিপি আনন্দ 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer