Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ড্রোন উড়ানোর জন্য ৪৫ দিন আগে অনুমতি নিতে হবে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫০, ২৭ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ড্রোন উড়ানোর জন্য ৪৫ দিন আগে অনুমতি নিতে হবে

ঢাকা : বাংলাদেশের আকাশ সীমায় ড্রোন উড়াতে ৪৫ দিন আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন কর্তৃপক্ষের কাছে অনুমতি নিতে হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন কর্তৃপক্ষের গণসংযোগ বিভাগের কর্মকর্তা এম কে এম রেজাউল করিমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের কোথায় কেউ ড্রোন বা খেলনা বিমান পরীক্ষা বা গবেষণার জন্য উড়াতে চাইলে বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের কাছে ৪৫ দিন আগে লিখিত অনুমতি নিতে হবে। এই নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিবে।

দেশের বিভিন্ন স্থানে ছবি তোলার জন্য ড্রোন বা খেলনা বিমান উড়াতে দেখা যায়। এতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এ সমস্যা সমাধানের জন্য এবং ড্রোন উড়াতে একটি শৃঙ্খলার জন্য এই নীতিমালা করা হয়েছে বলে জানা গেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer