Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

জার্মানিতে বোরকা নিষিদ্ধ করার কথা বললেন মারকেল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৩, ৭ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

জার্মানিতে বোরকা নিষিদ্ধ করার কথা বললেন মারকেল

ঢাকা : জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল বলেছেন, আইনগতভাবে সম্ভব হলে তার দেশে পুরো মুখ-ঢাকা বোরকা পরা নিষিদ্ধ করা উচিত, কারণ এটা জার্মানির সংস্কৃতির সাথে মেলে না।

মিসেস মারকেল তার পার্টির সম্মেলনে দেয়া ভাষণে বলেন, জার্মান সংস্কৃতিতে মহিলাদের মুখ সম্পূর্ণ ঢেকে রাখা বেমানান - যেমনটা বোরকা মুসলিম মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে।

মিসেস মারকেল যে নীতির কথা বলছেন, তাতে বোরকা সম্পূর্ণ নিষিদ্ধ হবে না। - তবে স্কুল, বিশ্ববিদ্যালয় বা আদালতে মহিলারা এটা পরতে পারবেন না।

একথা তিনি এমন এক সময় বললেন, যখন তার দল ডানপন্থী অল্টারনেটিভ ফল জার্মানির দিক থেকে চ্যালেঞ্জের সম্মুখীন।

মিসেস মারকেলের অভিবাসন নীতি নিয়ে যে অসন্তোষ রয়েছে - এই দলটি তার সুযোগ নিয়েছে।

বিবিসি

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer