Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

গাজীপুরে শেষ হল চ্যাপলিন মূখাভিনয় উৎসব

সৈয়দ মোছেদুল আলম

প্রকাশিত: ০১:৪০, ৯ এপ্রিল ২০১৭

আপডেট: ০১:৪৭, ৯ এপ্রিল ২০১৭

প্রিন্ট:

গাজীপুরে শেষ হল চ্যাপলিন মূখাভিনয় উৎসব

ছবি : বহুমাত্রিক.কম

গাজীপুর : সুস্থ সাংস্কৃতিক চর্চায় সমাজের সব অসুন্দরকে বিতারণের অঙ্গীকারে গাজীপুরে দ্বিতীয় চ্যাপলিন মূখাভিনয় উৎসবের দু’দিনব্যাপি আয়োজন শেষ হয়েছে।

শনিবার রাতে উৎসবের সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। অনুষ্ঠানে নিভৃতচারী গীতিকার সিদ্দিক মোহাম্মদ আবু বকরকে ‘নিঃশব্দ’ সম্মাননা প্রদান করা হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দিরে দু’দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন নাট্যজন ড. ইনামুল হক।

এর আগে বিকেলে মুখাভিনয় সংশ্লিষ্ট ছবি প্রদর্শনীর উদ্বোধন করেন, গাজীপুর ক্লাব লিমিটেডের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আলিমুদ্দিন বুদ্দিন।

উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক শহীদুল হাসান শামীম জানান, ভারতের রংতাল থিয়েটার -সহ ঢাকার জেন্টেলম্যান প্যান্টেমাইম ও পরিবর্তন মাইম একাডেমি, নারায়ণগঞ্জের শ্রুতি কালচারাল একাডেমি এবং গাজীপুরের শা-মুখ থিয়েটার ও মুক্তমঞ্চ নির্বাক দল এই উৎসবে অংশ নেয়। বাংলাদেশ মুখাভিনয় ফেডারেশনের সহযোগিতায় মুক্তমঞ্চ নির্বাক দল ও শা-মুখ থিয়েটার এই উৎসবের আয়োজন করে।

উল্লেখ্য, গত বছর থেকে গাজীপুরে চ্যাপলিন মূখাভিনয় উৎসবের যাত্রা শুরু হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer