Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

খুলনায় নৌবাহিনীর নবীন নাবিকদের সমাপনী কুচকাওয়াজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৪, ২২ মে ২০১৭

আপডেট: ২১:৩৪, ২২ মে ২০১৭

প্রিন্ট:

খুলনায় নৌবাহিনীর নবীন নাবিকদের সমাপনী কুচকাওয়াজ

ছবি: বহুমাত্রিক.কম

খুলনা : বাংলাদেশ নৌবাহিনীর ২০১৭-এ ব্যাচের ৭৬৬জন নবীন নাবিকদের সমাপনী কুচকাওয়াজ সোমবার খুলনার নৌঘাটি বানৌজা তিতুমীর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও আকর্ষণীয় মার্চপাস্টের সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

নৌবাহিনীর ২০১৭-এ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মো.তানভীর,ডিই/ইউসি/ইউটি পেশাগত ও সকল বিষয়ে সেরা চৌকষ নাবিক হিসাবে ‘ নৌ প্রধান পদক’ লাভ করেন। এছাড়া মো. জুবায়ের রশিদ অনিক ডিই/ইউসি/ইউটি দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ এবং মো.রাসূল কিবরিয়া ডিই/ইউসি/ইউটি তৃতীয় স্থান অধিকার করে ‘তিতুমীর পদক’ লাভ করেন।

পরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং সেই সঙ্গে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর নৌসেনা ও মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা গভীরভাবে স্মরণ করে নবীন নাবিকদের উদ্দেশে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর দূরদর্শিতা এবং পরবর্তীতে তার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের ক্রমাগত অর্থনৈতিক উন্নয়নসহ সামরিক বাহিনী এবং সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। পাশাপাশি নৌবাহিনীর সক্ষমতাও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে নৌবাহিনীতে যুক্ত হয়েছে আধুনিক দুটি সাব মেরিন। যার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী আজ ত্রিমাত্রিক নৌবাহিনী হিসাবে প্রতিষ্ঠিত।

তিনি বলেন, নৌবহরে এই সাবমেরিন সংযোজন নি:সন্দেহে নৌবাহিনীর জন্য এক অভাবনীয় অর্জন, যা আমাদের সমুদ্রসীমার নিরাপত্তা ও সমুদ্র সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাছাড়া নৌবাহিনীর ত্রিমাত্রিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শিগগির আরো দুটি সাবমেরিন পেট্রোল এয়ারক্রাফট ও দুটি হেলিকপ্টার নৌবহরে সংযোজিত হতে যাচ্ছে।

নৌবাহিনী প্রধান নবীন নাবিকদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মহান দায়িত্বে নিজেদের আত্মনিয়োগ করার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদেরকে যোগ্য নাবিক হিসাবে গড়ে তোলা এবং সেই শিক্ষাকে ভবিষ্যৎ কর্মজীবনে ব্যবহার করে জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে কাজ করে যাওয়ার নির্দেশ প্রদান করেন।

কুচকাওয়াজে সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, খুলনা ও যশোর এলাকার পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং নবীন নাবিকদের পরিবারেরর সদস্যরা উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer