Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৯, ২৩ নভেম্বর ২০১৬

আপডেট: ১৪:১৪, ২৩ নভেম্বর ২০১৬

প্রিন্ট:

আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী

ছবি: বহুমাত্রিক.কম

গাজীপুর : জেলার কালিয়াকৈরে সফিপুর আনাসার ভিডিপি একাডেমীতে অনুষ্ঠিত হয়ে গেল সাধারণ আনসারদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান।

বুধবার সকালে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমী সফিপুরে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান এনডিসি, এফ ডব্লিউ সি, পিএসসি।

অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নূরুল আলম এনডিসি, পিএসসি, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্ণেল খন্দকার মো. ফেরদাউসুল শাহাব, উপ-মহাপরিচালক (অপারেশন) দিলীপ কুমার বিশ্বাস, পরিচালক মো. ফখরুল ইসলাম, বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমীর উপ-মহাপরিচালক ড. ফোরকান উদ্দিন আহম্মেদ, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) একেএম মিজানুর রহমান, প্যারেড অধিনায়ক ও উপ-পরিচালক (প্রশাসন) মো. আইয়ুব আলীসহ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি পরে সাধারণ আনসারদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের আনসার সদস্যদের মধ্য থেকে দক্ষতা ও চৌকসের অধিকারি তিনজনের হাতে পুরস্কার তোলে দেন।

পুরস্কারপ্রাপ্তরা হলো- সেরা ড্রিল হয়েছেন বাংলাদেশ আনসার ভিডিপি’র মো. রিমানিক, সেরা ফায়ারার আবু রায়হান একং চৌকস হয়েছেন মো. জাহিদ হাসান।

অনুষ্ঠানে আত্মরক্ষায় বিভিন্ন শরীরিক কসরত, আগুন নিয়ন্ত্রণে এবং উদ্ধারের কসরত প্রদর্শন করা হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer