Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

অসুস্থ তারামন বিবি ঢাকায় : দেখতে গেলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫৭, ৫ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

অসুস্থ তারামন বিবি ঢাকায় : দেখতে গেলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ঢাকা : অসুস্থ তারামন বিবি (বীর প্রতীক)-কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। রোববার তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয় এবং সন্ধ্যায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আজ সন্ধ্যায় অসুস্থ বীর প্রতীক তারামন বিবিকে দেখতে হাসপাতালে যান এবং সেখানে তিনি কিছুক্ষণ অবস্থান করেন । তিনি তারামন বিবির চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ নেন। পরে মন্ত্রী সংশ্লিষ্ট চিকিৎসককে তাঁর সুচিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

তারামন বিবি দীর্ঘদিন ধরে কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরো অবনতি হলে আজ তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

মুক্তিযুদ্ধের সময় ১১নং সেক্টরের হয়ে তারামন বিবি সম্মুখ যুদ্ধে পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ, মুক্তিবাহিনীদের রান্নাবান্না করা, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকবাহিনীর খবর সংগ্রহ করাসহ মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে তাকে বীর প্রতীক খেতাব প্রদান করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer