রাজধানীর জাতীয় ঈদগাহের সামনে থেকে আশরাফুল হকের (৪৩) ২৬ টুকরো করা লাশ উদ্ধারের ঘটনায় নিহতের বন্ধু মো. জরেজুল ইসলাম ও শামীমা আক্তার নামে বিবাহিত এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত ১০ টার দিকে কুমিল্লার দাউদকান্দি থেকে জরেজুলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্যদিকে র্যাব-৩ এর একটি দল লাকসাম থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আশরাফুলের পরকীয়া প্রেমিকা শামীমাকেও গ্রেপ্তার করে। এসময় হত্যাকাণ্ডে ব্যাবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।