Bahumatrik Logo
 
১১ বৈশাখ ১৪২৪, সোমবার ২৪ এপ্রিল ২০১৭, ৫:১১ অপরাহ্ণ
Globe-Uro

হায়দ্রাবাদে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে ভারত


০৯ জুন ২০১৬ বৃহস্পতিবার, ০৯:৩৪  পিএম

বহুমাত্রিক ডেস্ক


হায়দ্রাবাদে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে ভারত

ঢাকা: টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৬ বছরেও ভারতে টেস্ট খেলার নিমন্ত্রণ পায়নি বাংলাদেশ। এবার ফুরাতে যাচ্ছে সে অপেক্ষা। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ভেন্যুর নাম প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

তবে, বাংলাদেশের বিপক্ষে ভারতের একমাত্র টেস্টটি কলকাতার ইডেন গার্ডেনসে নয়, অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদে। বৃহস্পতিবার বিসিসিআইয়ের এক সভায় ২০১৬-১৭ মৌসুমের সূচি ঘোষণা করেছে বিসিসিআই। সেখানেই বাংলাদেশের বিপক্ষে টেস্টের ভেন্যু জানায় তারা।

সূচি অনুযায়ী এই মৌসুমে ১৩টি টেস্ট, ৮টি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। যেখানে বলা হয়েছে ওই মৌসুমেই বাংলাদেশের সঙ্গে একটি টেস্ট খেলবে ভারত। তবে সেটির পূর্ণাঙ্গ সূচির ব্যাপারে কিছুই জানানো হয়নি।

এর আগে, রোববার তবে সফরসূচি চূড়ান্ত করার পাশাপাশি সিরিজের তারিখ নির্ধারণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বিসিসিআইকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Pushpadum Resort
Intlestore

ক্রীড়াঙ্গন -এর সর্বশেষ

Hairtrade