Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৪ ১৪৩২, বুধবার ০৯ জুলাই ২০২৫

সোনারগাঁয়ে বাস চাপায় পুলিশ সদস্যসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৭, ১৫ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সোনারগাঁয়ে বাস চাপায় পুলিশ সদস্যসহ নিহত ৩

নারায়ণগঞ্জ: জেলার সোনাগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন পুলিশ সদস্যসহ তিনজন।

বুধবার রাত ৮টায় কাঁচপুর ব্রিজের পাশে সোঁনারগা ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহতদের মাঝে সদ্য পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে যোগ দেওয়া পুলিশ সদস্যের নাম কামরুল ইসলাম রয়েছেন।

ওসি মঞ্জুর কাদের জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী ঢাকা এক্সপ্রেসের একটি বাস কাঁচপুর সেতু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সোনারগাঁ ফিলিং স্টেশনের সামনে লেগুন স্ট্যান্ডে থাকা একটি লেগুনাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

বহুমাত্রিক.কম