১৭ জুন ২০১৬ শুক্রবার, ১১:৪৮ পিএম
আগৈলঝাড়া প্রতিনিধি
বহুমাত্রিক.কম
বরিশাল : সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ নিরাপত্তাসহ দেশব্যাপি সহিংসতা ও গুপ্তহত্যা প্রতিরোধে স্থানীয় সংখ্যালঘু নেতৃবৃন্দের সাথে বরিশালের আগৈলঝাড়ায় মতবিনিময় সভা করেছে পুলিশ প্রশাসন।
তবে ওই সভায় পুলিশের পক্ষ থেকে আগৈলঝাড়া প্রেস ক্লাবের সাংবাদিকদের আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
শুক্রবার থানা চত্বরের গোলঘরে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাশাইল কলেজ অধ্যক্ষ রনজিত বাড়ৈ খোকন, শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, অমিয় লাল চৌধুরী, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক রমণীকান্ত সরকার, আওয়ামীলীগ নেতা রবীন্দ্র নাথ হালদার, পুরোহিত মহানন্দ ব্রজবাসী প্রমুখ।
পুলিশের ওই মতবিনিময় সভায় সাংবাদিকদের আমন্ত্রণ না দেয়ায় সভায় উপস্থিত সংখ্যালঘু নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন।
বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।