Bahumatrik :: বহুমাত্রিক
 
৯ শ্রাবণ ১৪২৮, শনিবার ২৪ জুলাই ২০২১, ৭:৪০ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

‘রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে পরিবেশগত ছাড়পত্র দেওয়া হয়নি’


০৯ জুন ২০১৬ বৃহস্পতিবার, ০৪:৪১  পিএম

বহুমাত্রিক ডেস্ক


‘রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে পরিবেশগত ছাড়পত্র দেওয়া হয়নি’

ঢাকা: রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে পরিবেশগত ছাড়পত্র দেওয়া হয়নি বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘রামপালে নির্মিতব্য খুলনা ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য এখনও পরিবেশ অধিদপ্তর থেকে কোনো পরিবেশগত ছাড়পত্র দেওয়া হয় নাই’।

জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের জবাবে বিদ্যুৎ কেন্দ্রটির পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ) প্রতিবেদনের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ই‌আইএ প্রতিবেদনে প্রস্তাবিত মিটিগেশন মেজার্স যথাযথভাবে বাস্তবায়িত হলে সুন্দরবনের ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই’।

রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না বলেও দাবি করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে স্থানীয় জনগণের কর্মসংস্থান সৃষ্টি হবে, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সুন্দরবনের ওপর স্থানীয় মানুষের নির্ভরশীলতা হ্রাস পাবে’।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।