Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৯ ১৪৩২, শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫

বায়ুদূষণের কবলে ভারতের ৩ শহর :ঢাকার বাতাসও ‘খুব খারাপ’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৯, ১৪ নভেম্বর ২০২৫

আপডেট: ১০:৪০, ১৪ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

বায়ুদূষণের কবলে ভারতের ৩ শহর :ঢাকার বাতাসও ‘খুব খারাপ’

ফাইল ছবি

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। এদিকে নভেম্বরের শুরুতে শহরটির বায়ুমান সহনীয় ছিল। তবে গত কয়েকদিন ধরে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ হয়ে উঠেছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৩৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর দূষণের দিক থেকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

এদিকে, ৩৫৪ স্কোর নিয়ে তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। যা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়। একই সময়ে দেশটির আরেকটি শহর কোলকাতা ২২৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। আর ১৬০ স্কোর নিয়ে ৯ম স্থানে রয়েছে ভারতের শহর কোলকাতা।’
 
পাকিস্তানের শহর লাহোরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়েছে। শহরটি ২৪৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর ১৫৯ স্কোর নিয়ে দশম অবস্থানে রয়েছে পাকিস্তানের আরেকটি শহর করাচি।

২২০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে থাকা কুয়েতের শহর কুয়েত সিটির বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়েছে। বাহরাইনের মানামা শহর ১৭১ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে। সৌদি আরবের রিয়াদের বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়েছে। ১৭০ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে শহরটি।
 
এছাড়া চীনের সাংহাই শহর ১৬২ স্কোর নিয়ে রয়েছে অষ্টম অবস্থানে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables