Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

রাতে অস্ট্রিয়ার মুখোমুখি হবে পর্তুগাল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১০, ১৮ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রাতে অস্ট্রিয়ার মুখোমুখি হবে পর্তুগাল

ঢাকা: শীর্ষ ষোলোয় ওঠার লক্ষ্যে গ্রুপ এফ-এ নিজেদের ২য় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। প্রথম ম্যাচে ড্র করায় এ ম্যাচে জয় পেতেই মাঠে নামবে রোনালদোরা। অন্যদিকে, শুরুটা হার দিয়ে হওয়ায় এ ম্যাচে জয়ের বিকল্প নেই অস্ট্রিয়ার সামনে। প্যারিসের পার্ক দেস প্রিন্সেসে দু`দলের ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ১টায়।

এবারের ইউরোর আসরের শুরুটাও তেমন ভালো করেনি পর্তুগীজরা। আইসল্যান্ডের বিপক্ষে ড্র হতাশ করেছে পর্তুগাল সমর্থকদের। অন্যদিকে, গ্রুপের প্রথম ম্যাচেই হাঙ্গেরির বিপক্ষে হেরে যাত্রাটা কঠিন করে তুলেছে অস্ট্রিয়া। তাই শীর্ষ ষোলোয় ওঠার দৌড়ে পার্ক দে প্রিন্সেসে গ্রুপ পর্বের এ ম্যাচটি দু`দলের জন্যই গুরুত্বপূর্ণ।

এদিকে, এ ম্যাচ দিয়েই নিজের ১২৮ তম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামবেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এখন পর্যন্ত পর্তুগালের হয়ে ৫৮ গোল করা রোনালদো গেলো ম্যাচে স্কোর করতে না পারলেও, এ ম্যাচে চাইবেন জ্বলে উঠতে।

সেই সাথে গেলো ম্যাচের স্কোরার ফেনেরবাচ স্ট্রাইকার ন্যানী, পেপে, কারভালহো, গোমেজদের নিয়ে এ ম্যাচে জয়ের লক্ষ্যে সবটুকু উজাড় করে দিতে চাইবে ফার্নান্দো সান্তোসের দল। অন্যদিকে, জয়ের ধারায় ফিরতে ৪-২-৩-১ ফরম্যাশনে সেলেকাওদের বিপক্ষে দল সাজিয়েছেন অস্ট্রিয়া কোচ মার্সেল কোলার।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables