
ঢাকা : কৃষি, জলবায়ু পরিবর্তন, টেকসই জ্বালানি ও সুশাসন বিষয়ক ১২টি প্রকল্পে ৩৯৩ কোটি ৪৪ লাখ টাকা অনুদান দিচ্ছে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ ডেনমার্ক।
২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে অনুদানের অর্থ ছাড় করবে দেশটি। এ লক্ষ্যে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওর্য়াক’ নামে এই অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং ডেনমার্কের পক্ষে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত হানিফুগাল স্কেজার চুক্তিতে স্বাক্ষর করেন।
বহুমাত্রিক.কম