ঢাকা : নেতাজি সংক্রান্ত ওয়েব সাইটে কি আরও নতুন চমক রয়েছে? এমনই প্রশ্ন ঘুরছে ভারতের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা সুভাষ চন্দ্র বসুকে নিয়ে মেতে থাকা গবেষকদের মনে৷কারণ মঙ্গলবার সর্বসমক্ষে আনা হয়েছে নেতাজি সম্পর্কিত ৫০টি গোপনীয় ফাইল৷
কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী মহেশ শর্মা ফাইলগুলি প্রকাশ করেন৷অনলাইনে ফাইলগুলি পড়তে পারবেন আগ্রহীরা৷ এইসব ফাইল ১৯৫৬-২০০৯ সালের মধ্যে৷ এর মধ্যে দশটি প্রধানমন্ত্রী কার্যালয়ের, দশটি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ছিল৷ বাকি তিরিশটি ছিল বিদেশ মন্ত্রকে রক্ষিত৷
সম্প্রতি প্রয়াত গুমনামি বাবার সংগ্রহে থাকা নেতাজির পারিবারিক ছবি ঘিরে আলোড়ন ছড়ায়৷ সেই রেশের মধ্যে আরও ৫০টি ফাইল প্রকাশিত হওয়ায় গবেষকরা আলোড়িত ৷