
ছবি-বহুমাত্রিক.কম
রাঙ্গামাটি : তিন পার্বত্য জেলায় দেওয়ানি বিচার ব্যবস্থায় বিদ্যমন অসঙ্গতি ও অস্পষ্টতা নিরসনে শুক্রবার রাঙ্গামাটিস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সুপ্রিম কের্টের আপিল বিভাগের বিচারপতি মোঃ নিজামুল হক সেমিনারে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দোশিষ রায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন।
রাঙ্গামাটি জেলা আইনজীবি সমিতির সভাপতি প্রতীম রায় পাম্পুর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক মালিক আব্দুল্লাহ আল আমিন, রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা ও দায়রা জর্জ মোঃ কাউসার, বান্দরবার জেলার জেলা ও দায়রা র্জ মোঃ শফিকুর রহমান, রাঙ্গামাটির জেলা প্রশাসক মো সামসুল আরেফিন, রাঙ্গামাটি জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুদ্দীন খালিদ, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, জেলা আইনজীবি সমিতির সম্পাদক তোষণ চাকমা সহ রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলার আইনজীবি সমিতির নেতৃবৃন্দ সেমিনারে বক্তব্য রাখেন।
সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রবীণ আইনজীবি জ্ঞানেন্দু বিকাশ চাকমা। রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত সেমিনারে রাঙ্গামাটি বান্দরবান জেলার জেলা ও দায়রা জজ ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারকগন, আইনজীবি সমিতির সদস্য, সাংবাদিক, ব্ল্যাস্ট এর প্রতিনিধিরা এতে অংশ নেন।
বহুমাত্রিক.কম