Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৩ ১৪৩২, বুধবার ০৭ জানুয়ারি ২০২৬

নেতৃত্বের গুণাবলী নেই মেসির: মারাডোনা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪০, ১০ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নেতৃত্বের গুণাবলী নেই মেসির: মারাডোনা

ঢাকা : প্যারিসে ইউরো কাপ শুরুর আগে ফুটবলের দুই কিংবদন্তী পেলে আর মারাডোনার মধ্যে দেখা হলো। দুজনে কথা বলছিলেন আর্জেন্টিনার আরেক কিংবদন্তী খেলোয়াড় মেসিকে নিয়ে। 

তাদের সেই কথাবার্তা ফাঁস করে দিয়েছেন সাংবাদিকরা।

মারাডোনা খুব প্রশংসা করলেন মেসির। কিন্তু বললেন, তার আসলে নেতৃত্বের গুণাবলী নেই। তাদের কথোপকথনের বিস্তারিত:

পেলে: দিয়েগো, তুমি কি মেসিকে ব্যক্তিগতভাবে জানো?

মারাডোনা: হ্যাঁ, হ্যাঁ।

পেলে: ও কেমন লোক? ভালো?

মারাডোনা: হ্যাঁ, হ্যাঁ, ও আসলেই খুব ভালো মানুষ। কিন্তু ওর কোন ব্যক্তিত্ব নেই। যেমন ধর, কিভাবে একজন ভালো নেতা হতে হয়।

পেলে: ওহ, বুঝতে পেরেছি।

মারাডোনা: ও হচ্ছে খুব ....আমাদের সময় যেমন ওর মতো অনেক খেলোয়াড় ছিল, সেরকম

পেলে: হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি।

বিবিসি 

Walton
Walton