Bahumatrik :: বহুমাত্রিক
 
২২ আষাঢ় ১৪২৯, বৃহস্পতিবার ০৭ জুলাই ২০২২, ৩:০৮ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

নিজেদের তৈরি প্রথম স্পেস শাটল উৎক্ষেপণ করল ভারত


২৩ মে ২০১৬ সোমবার, ০৯:৫৮  এএম

বহুমাত্রিক ডেস্ক


নিজেদের তৈরি প্রথম স্পেস শাটল উৎক্ষেপণ করল ভারত

ঢাকা : মহাকাশ বিজ্ঞানে ফের এক বড় সাফল্য পেল ভারত। সফলতার সঙ্গে প্রথম ভারতে তৈরি স্পেস শাটল মহাকাশে স্থাপন করল ISRO।

সোমবার সকাল ৭টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় প্রথম ভারতে তৈরি স্পেস শাটল Reusable Launch Vehicle (RLV)। 

৬.৫ মিটার লম্বা ও ১.৭৫ টন ওজনের এই স্পেস শাটল উৎক্ষেপণের ২০ মিনিট পর সতীশ ধবন স্পেস সেন্টার থেকে ঘোষণা করা হয় ভারতের এই উৎক্ষেপণ সফল হয়েছে।

Re-Usable Rocket-এর উন্নতির ক্ষেত্রে এবং মহাকাশে ভারতের স্যটেলাইট পাঠানোর খরচ কমাতে এই স্পেস শাটল উৎক্ষেপণ দেশের মহাকাশ বিজ্ঞানীদের প্রাথমিক ধাপ। মূল শাটল আনতে আরও ১০ থেকে ১৫ বছর লাগবে বলে জানিয়েছে ভরতের মহাকাশ বিজ্ঞানীরা। এই Reusable Launch Vehicle (RLV) প্রাথমিক ভাবে তৈরিতে খরচ হয়েছে ৯৫ কোটি টাকা।

সূত্র: জিনিউজ 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

বিজ্ঞান -এর সর্বশেষ