ছবি: সংগৃহীত
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।শনিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে চলা শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে আর কোনো বাধা নেই তার।
মনোনয়ন বৈধ ঘোষণার পর হাস্যোজ্জ্বল তাসনিম জারা বলেন, ‘সবার জনসমর্থনেই আগামী নির্বাচনে আমি প্রার্থী হিসেবে লড়াই করতে পারবো। সবার প্রতি কৃতজ্ঞতা। আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীকের জন্য আবেদন করতে পারবো। আমাদের পছন্দ ফুটবল মার্কা। সেই প্রক্রিয়ায় এগুচ্ছি।’
সকাল ১০টার পর থেকে প্রার্থীদের করা আপিলের শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত রয়েছেন। শুনানিতে আপিলকারী প্রার্থী ও তাদের প্রতিনিধিরা প্রয়োজনীয় কাগজপত্রসহ অংশ নিচ্ছেন।
গত ৩ জানুয়ারি যাচাই-বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম জারার মনোনয়ন অবৈধ বলে ঘোষণা দেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে দুদিন পর ৫ জানুয়ারি নির্বাচন কমিশনে অপিল করেন তাসনিম জারা।আপিল করার শেষ দিন গত শুক্রবার পর্যন্ত নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আবেদন জমা পড়ে। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে।
ইসি সূত্রে জানা গেছে, শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিল, রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর আপিল এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী আপিল শুনানির তারিখও জানিয়ে দেবে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।




