Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

৭ মার্চ হচ্ছে ‘জাতীয় ঐতিহাসিক দিবস’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪, ১৩ জুলাই ২০২০

প্রিন্ট:

৭ মার্চ হচ্ছে ‘জাতীয় ঐতিহাসিক দিবস’

ছবি- পিআইডি

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে দিবসটিকে জাতীয়ভাবে পালনের জন্য এ দিনকে ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ হিসাবে ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

গণভবন থেকে ভিডিও কনফরেন্সের মাধ্যমে সভায় অংশ নেন প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রিসভার অন্য সদস্যরা যোগ দেন।

পরে মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ৭ মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস হিসাবে ঘোষণার প্রস্তাব এবং এ সম্পর্কিত গেজেট প্রজ্ঞাপনের ক-সিরিয়াল (তালিকায়) অন্তর্ভুক্ত করার প্রস্তাবকে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এর আগে একটি রিট আবেদনের প্রেক্ষিতে ৭ মার্চকে কেন জাতীয় ঐতিহাসিক দিবস হিসাবে কেন ঘোষণা দেয়া হবে না তা জানতে হাইকোর্ট রুল জারি করেন।

১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) বাঙালিকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই ভাষণের ১৮ দিন পর বঙ্গবন্ধুর ডাকে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। নয় মাসের সেই সশস্ত্র সংগ্রামের পর আসে বাংলাদেশের স্বাধীনতা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer