Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

২ ক্যাটাগরি ফাঁকা রেখেই দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:০০, ১ ডিসেম্বর ২০২১

প্রিন্ট:

২ ক্যাটাগরি ফাঁকা রেখেই দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চলচ্চিত্র নির্মাণকে উৎসাহ দিতে প্রতি বছরই জাতীয় পুরস্কার প্রদান করে থাকে। জুরিবোর্ড ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্ভাব্য তালিকা ইতোমধ্যে শেষ করেছে ।

তথ্য মন্ত্রণালয়ে এরই মধ্যে পুরস্কারে সম্ভাব্য বিজয়ীদের তালিকা তৈরি করে পাঠানো হচ্ছে। জুরিবোর্ডের সদস্য নিজামুল কবির সংবাদমাধ্যমে বলেন, ক্যাবিনেটের অনুমোদনের পরই ক্যাটাগরিভিত্তিক জয়ীদের নাম প্রকাশ করা হবে।

সেই সঙ্গে আরও বলেন, ‘এ বছর আমরা ২৮টি ক্যাটাগরির মধ্যে ২৬টি ক্যাটাগরিতে পুরস্কারের জন্য সুপারিশ করেছি। বাকি দুটি ক্যাটাগরির পাইনি। মঙ্গলবার (৩০ নভেম্বর) জুরিবোর্ডের শেষ সভায় আমাদের পক্ষ থেকে মনোনয়ন প্রক্রিয়ার কাজ শেষ করেছি। তালিকার তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। সেখান থেকে অনুমোদন আসার পরই নাম প্রকাশ করা হবে।’

তবে কোন দুটি ক্যাটাগরি এবার ফাঁকা থাকবে এ বিষয়ে সংবাদমাধ্যমে কোনো কিছু প্রকাশ করতে রাজি হননি জুরিবোর্ডের এই সদস্য।

গত আগস্ট মাসে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২০ সালে মুক্তি পাওয়া সিনেমা আহ্বান করে মন্ত্রণালয়। মোট ২৭টি সিনেমা এ বছর জমা পড়ে। সেগুলোর মধ্যে ১৪টি পূর্ণদৈর্ঘ্য, ৭টি স্বল্পদৈর্ঘ্য ও ৬টি প্রামাণ্যচিত্র। সাম্প্রতিক সময়ে জাতীয় পুরস্কারের জন্য এত কম ছবি আগে জমা পড়েনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer