Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

১৩ নভেম্বর শুরু হচ্ছে নবম আয়কর মেলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩০, ২৬ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

১৩ নভেম্বর শুরু হচ্ছে নবম আয়কর মেলা

ঢাকা : ১৩ নভেম্বর থেকে আটটি বিভাগীয় শহরসহ মোট ১৬৬টি জায়গায় শুরু হচ্ছে নবম জাতীয় আয়কর মেলা। গেলো মেলায় সাধারন করকার্ড দিয়ে চমক দেয়ার চেষ্টা করা হলেও ব্যবস্থাপনার সমস্যার কারণে এবার মেলায় করকার্ড দেবেনা এনবিআর।

পরিসর বাড়াতে ২০১৬ থেকে রাজধানীর আগারগাঁওয়ে নতুন রাজস্ব ভবনে এই মেলার আয়োজন করা হলেও বন্ধ থাকা নির্মাণ কাজ পুনরায় শুরু হওয়ায় ঢাকার কর মেলা আবারো ফিরছে অফিসার্স ক্লাবে। বরাবরের মতো এবারো মেলায় থাকছে ওয়ান স্টপ সেবা। তবে গত বছর মেলায় বিপুল অর্থ খরচ করে করদাতাদের করকার্ড দেয়া হলেও এনবিআরের কর্মকর্তারাই স্বীকার করেছেন এই কার্ডের কোন ব্যবহারিক উপযোগিতা নেই। তাই এবার আর দেয়া হচ্ছেনা করকার্ড।

মেলা কমিটির সমন্বয়ক সদস্য (এনবিআর) জিয়াউদ্দিন মাহমুদ জানান, `সবচেয়ে বড় সংযোজন হচ্ছে মেলার সারাদিন ব্যাপি বিভিন্ন ধরণের কর শিক্ষণ পদ্ধতি চালু থাকবে।`

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer