Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

সেতু আছে সড়ক নাই: দুর্ভোগে দুই গ্রামের বাসিন্দারা

টি.আই সানি, শ্রীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৫, ১৩ জুলাই ২০১৯

প্রিন্ট:

সেতু আছে সড়ক নাই: দুর্ভোগে দুই গ্রামের বাসিন্দারা

ছবি : বহুমাত্রিক.কম

গাজীপুর: সেতুর পর সড়ক না থাকায় সেতুটি কোনো কাজে আসছে না বলে ক্ষোভ জানিয়েছেন দোখলা বাজার ও বেলতলী গ্রামের বাসিন্দারা। তারা বলেন, সরকার এ গ্রামের জনসাধারনের দুর্ভোগের কথা চিন্তা করে সেতু নির্মাণ করলেও সেতুটি কোনো কাজে আসছে না এই দুই গ্রামের বাসিন্দাদের। তারা স্থানীয় জনপ্রতিনিধিসহ (চোয়ারম্যান, মেম্বার) ও গাজীপুর-৩ আসনের সাংসদের কাছে সড়ক নির্মাণের দাবি জানান।

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বেলতলী গ্রাম ও শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (দোখলা বাজার) বাজারের পাশ দিয়ে বয়ে গেছে লবলং খাল। ৮৫ কিলোমিটার দীর্ঘ এ খালটি ময়মনসিংহের ভালুকা উপজেলার খিরু নদীর সংযোগস্থল থেকে উৎপত্তি হয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীতে গিয়ে মিলেছে। দক্ষিণ বেলতলী গ্রামের মানুষ লবলং খাল পার হতো বাঁশের সাঁকো ব্যবহার করে। পরে স্থানীয় বাসিন্দাদের চলাচলের সুবিধার জন্য ২০১৬-২০১৭অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের অধীনে বেলতলী রাজ্জাক বেপারীর বাড়ির উত্তর পার্শ্বে চকলেট ফ্যাক্টরীর নিকট প্রায় ৩১লাখ টাকা ব্যয়ে ৪০ফুট দৈর্ঘ্যের সেতু নির্মাণ করা হয়।

মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামের ফারুক হোসেন জানান, সেতু নির্মাণের আগে স্থানীয় বাসিন্দারা খালের উপর বাঁশের সাঁকো ব্যবহার করে এ খাল পার হতো। সাঁকো থেকে নেমে ৫/৬ ফুট দৈর্ঘ্যের ধান খেতের আইলকে চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করতো বেলতলী গ্রামের মানুষ। ওই গ্রামের মানুষের চলাচলের দুর্ভোগের কথা চিন্তা করে ওই খালের উপর ৪০ফুট দৈর্র্ঘ্যরে সেতু নির্মাণ করা হয়। পরে খালের পাশের জমির মালিকেরা জমির আইল কেটে সরু করে ফেলে। লবলং খালের পানির ¯্রােত ও অতি বৃষ্টির কারনে সরু আইলের কোথাও কোথাও কোমর সমান গর্ত হয়ে চলাচল বন্ধ হয়ে যায়।

পরে স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে বাঁশ সংগ্রহ করে ওইসব গর্তে বাঁশ দিয়ে চলাচল স্বাভাবিক করে। কিন্তু দীর্ঘদিন যাবত খেতের আইল মাটি দিয়ে প্রশস্ত না করায় জমির সাথে আইল মিশে গিয়ে চলাচল বন্ধ হয়ে যায়। ভাড়ি বৃষ্টিপাত হলে বুক সমান পানি জমে চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় তিন-চার কিলোমিটার ঘুরে চলাচল করতে হয় স্থানীয় বাসিন্দাদের। গত চার-পাঁচ বছর যাবত চলছে এঅবস্থা ।

স্থানীয় ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, জমিতে পানি না থাকলে এ গ্রামের লোকজন খেতের মাঝখানের আইল ব্যবহার করতো। এতে গ্রামের ছোট ব্যবসায়ীরা মালামাল আনা-নেয়া করার জন্য জমির মাঝখানের আইল দিয়ে চলাচল করতো। জমির সাথে আইল মিশে যাওয়ায় তিন-চার কিলোমিটার ঘুরে গ্রামে আসতে হচ্ছে। এতে সময় ব্যায় হচ্ছে এবং ব্যবসায়িকভাবে খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে এ গ্রামের লোকজন। তাছাড়া আশপাশের বিভিন্ন শিল্প-কলকারখানা থেকে ওই খালে ক্যামিক্যাল মিশ্রিত পানি ও বর্জ্য অপসারণ করায় পানি দূর্ষিত হয়ে পড়েছে। এতে চলাচলকারী লোকজনের চর্মসহ বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হচ্ছে।

স্থানীয় বাড়ির মালিক নাজমুল আলম জানান, এ এলাকা শিল্প-কারখানা অধ্যুষিত হওয়ায় বিভিন্ন কারখানার শ্রমিকেরা বাসা ভাড়া নিয়ে বসবাস করে। ব্যাংক থেকে লোন নিয়ে ২০/৩০টি ঘর তৈরী করেছিলাম। ওই ভাড়া থেকে উপার্জিত টাকা দিয়ে ব্যাংকের কিস্তি পরিশোধ করতাম। কিন্তু সেতু পা হয়ে সড়ক না থাকায় অনেক পথ ঘুরে গ্রামে আসতে হয়। তাই কেউ এখানে ঘর ভাড়া নিতে চায় না। এতে কিস্তি পরিশোধে হিমশিম খেতে হচ্ছে এ গ্রামের বাড়ীর মালিকদের।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer