Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

সিরিয়া রাসায়নিক হামলা চালিয়েছে সন্দেহে যুক্তরাষ্ট্রের হুমকি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৬, ২২ মে ২০১৯

প্রিন্ট:

সিরিয়া রাসায়নিক হামলা চালিয়েছে সন্দেহে যুক্তরাষ্ট্রের হুমকি

ঢাকা : যুক্তরাষ্ট্র মঙ্গলবার বলছে, তারা সন্দেহ করছে যে সিরিয়ার সরকারি বাহিনী নতুন করে রাসায়নিক হামলা চালিয়েছে। তারা এর পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে। 

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রোববার ইদলিবে সরকারি বাহিনীর অভিযান চলাকালে সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে তারা এমন আভাস পর্যালোচনা করছে। ইদলিব সিরিয়ায় জিহাদিদের অত্যন্ত শক্তিশালী ঘাঁটি।

এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তরের নারী মুখপাত্র মর্গান ওর্তেগাস বলেন, ‘আমরা এখন তথ্য সংগ্রহ করছি। কিন্তু আমরা আবারো সতর্ক করে বলছি, আসাদ সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্র দেশগুলো এর দ্রুত ও যথাযথ জবাব দেবে।’

রাসায়নিক হামলার জন্য অন্য দলগুলোকে দায়ী করার চেষ্টা করায় তিনি দামেস্ক’র গুরুত্বপূর্ণ মিত্র দেশ রাশিয়ারও নিন্দা করেন।

ওর্তেগাস বলেন, ‘আসাদ সরকারের এ নিন্দনীয় ও ভয়ঙ্কর রাসায়নিক হামলাকে কোনভাবে ছাড় দেয়া যায় না।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer