Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

সরকারি অনুদান পেলেন পাঁচ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭, ১৬ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

সরকারি অনুদান পেলেন পাঁচ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা

ঢাকা : স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ২০১৮-১৯ অর্থবছরের জন্য পাঁচ নির্মাতাকে অনুদান ঘোষণা করেছে সরকার।

গত ৯ এপ্রিল তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করেছে অনুদানপ্রাপ্তদের নাম।

অনুদান পাওয়া নির্মাতারা হচ্ছেন- ‘খিজিরপুরের মেসি’ ছবির জন্য জান্নাতুল ফেরদৌস আইভি। ছবির প্রযোজক এবং পরিচালক দুটিই তিনি। জাহিদ সুলতান এবং নাসির উদ্দিন পরিচালিত ‘মিঠুর একাত্তর যাত্রা’, ‘রূপালী কথা’র জন্য নাজমুল হাসান, ফারাশাত রিজওয়ানের ‘শেকল ভাঙার গান’ এবং ‘ময়না’ ছবির জন্য উজ্জ্বল কুমার মণ্ডল।

তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সূত্র জানা যায়, অনুদানপ্রাপ্তরা প্রত্যেকেই পাবেন ১০ লাখ টাকা। তিন কিস্তিতে এই টাকা দেয়া হবে। পরিচালক অথবা প্রযোজক প্রথম চেক প্রাপ্তির ছয় মাসের মধ্যে শেষ করতে হবে সিনেমার নির্মাণ কাজ। ছবির দৈর্ঘ্য হতে হবে ৩৫ থেকে ৫৫ মিনিটের মধ্যে। তবে বিশেষ ও যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে এ সময় বৃদ্ধি করা যাবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer