Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

শুক্রবার শহীদ মিনারে নেওয়া হবে আইয়ুব বাচ্চুর মরদেহ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১২, ১৮ অক্টোবর ২০১৮

আপডেট: ২৩:৪৬, ১৮ অক্টোবর ২০১৮

প্রিন্ট:

শুক্রবার শহীদ মিনারে নেওয়া হবে আইয়ুব বাচ্চুর মরদেহ

ঢাকা : জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ শুক্রবার সকাল সাড়ে ১০টায় নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সাড়ে ১১টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে জনপ্রিয় এই সংগীত তারকার মরদেহ। সেখান থেকে সকাল সাড়ে ১০টায় নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জুমা জাতীয় ঈদগাহে আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাতে মরদেহ নিয়ে যাওয়া হবে চট্টগ্রামে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে শায়িত করা হবে।

বৃহস্পতিবার সকালে আইয়ুব বাচ্চুকে অচেতন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer