Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

শিল্পী খালিদ হোসেনের অবস্থা সংকটাপন্ন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৫, ১৫ মে ২০১৯

প্রিন্ট:

শিল্পী খালিদ হোসেনের অবস্থা সংকটাপন্ন

ঢাকা : প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী একুশে পদকপ্রাপ্ত খালিদ হোসেনের শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন।গত ১২ দিন ধরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

ডা. উত্তম বড়ুয়ার অধীনে হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।হৃদরোগের পাশাপাশি কিডনি রোগসহ নানা জটিলতায় ভুগছেন এ গুণী শিল্পী।

মঙ্গলবার রাতে শিল্পীর পুত্রবধূ সুমি বলেন, উনার শারীরিক অবস্থা সংকটাপন্ন। চিকিৎসকরা বলেছেন, যে কোনো সময় দুঃসংবাদ আসতে পারে। আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।

খালিদ হোসেনের ছাত্র পরদেশী সিদ্দিক বলেন, কিছু দিন আগে স্যার ভারত থেকে চিকিৎসা নিয়ে ফিরেছেন। দেশে ফেরার সময় ভারতের চিকিৎসকরা বলেছিলেন- তার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যাবে। হচ্ছেও তাই।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer