Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

মুজিববর্ষে ভারতে অনীকের দ্বাবিংশ গঙ্গা-যমুনা নাট্য উৎসব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০০, ২৮ ফেব্রুয়ারি ২০২০

আপডেট: ০১:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

মুজিববর্ষে ভারতে অনীকের দ্বাবিংশ গঙ্গা-যমুনা নাট্য উৎসব

ছবি: সংগৃহীত

কলকাতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলিস্বরূপ ভারতের অন্যতম নাট্যসংগঠন ‘অনীক’ বাংলাদেশের সাতটি নাট্যপ্রযোজনা নিয়ে কলকাতার তপন থিয়েটারে ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত আয়োজন করেছে ‘দ্বাবিংশ গঙ্গা যমুনা নাট্য উৎসব’।

তপন থিয়েটার বর্তমানে সকল নাট্যদল ও নাট্যমোদী দর্শকের কাছে বড় আপনজন বা নিজেদের পছন্দের প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা পেয়েছে। প্রতিদিন সন্ধ্যায় এখানে জড়ো হন বিভিন্ন নাট্যদল ও তাদের কুশীলবেরা। চলে নাট্য আড্ডা এবং ভাবের আদান-প্রদান।

অনীকের এই উৎসব দেশকালের গণ্ডি ছাড়িযে বিদেশেও পাড়ি জমাতে সক্ষম হয়েছে। ২৬ ফেব্রুযারি সন্ধ্যা সাড়ে ছয়টায় অভিনীত হয় থিযোর ফ্যাক্টরি ঢাকা বাংলাদেশ প্রযোজিত নাটক আষাঢ়স্য প্রথম দিবসে। নাটক : মোহন রাকেশ। অনুবাদ: অংশুমান ভৌমিক, নির্দেশনা : অলোক বসু।

২৭ ফেব্রুযারি স্বপ্নদল ঢাকা প্রযোজিত: ত্রিংশ শতাব্দী মূল রচনা বাদল সরকার রূপান্তর ও নির্দেশনা জাহিদ রিপন। ২৮ ফেব্রুযারি দিনাজপুর নাট্য সমিতির নাটক কনক সরোজিনী। নাটক : মাহমুদুল ইসলাম সেলিম, নির্দেশনায় : নয়ন বার্টেল।

২৯ ফেব্রুযারি তিনটায় এম্পটি স্পেস ঢাকা প্রযোজিত এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিযেট নাটক সাইমন জাকারিযা, নির্দেশনা: নুর জামান রাজা। ২৯ ফেব্রুযারি সাড়ে ছটায় আরশিনগর ঢাকা প্রযোজিত রহু  চন্ডালের হাড় নাটক অভিজিত্ সেন, নির্দেশনা : বেজা আরিফ।

১ মার্চ তিনটায তন্নিষ্ঠ নাটুযা ঢাকা প্রযোজিত Letter to a child Never Born (হাত বাড়িযে দাও)। নাটক ওরিযানা কাল্লাচি, অনুবাদ : অনু মুহম্মদ। ১মার্চ সাড়ে ছটায সময ঢাকা বাংলাদেশ প্রযোজিত নাটক ভাগের মানুষ নাটক : মান্নান হীরা। নির্দেশনা : আলী যাকের।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer