Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

মুজিব বর্ষে গাজীপুরে সাংস্কৃতিক উৎসব শুরু

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ২১:১০, ৫ নভেম্বর ২০২০

প্রিন্ট:

মুজিব বর্ষে গাজীপুরে সাংস্কৃতিক উৎসব শুরু

ছবি- বহুমাত্রিক.কম

মুজিব বর্ষ উপলক্ষে বছরব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হলো গাজীপুরে। সম্মিলিত সাংস্কৃতিক জোট, গাজীপুর জেলার আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর জেলা প্রশাসন মিলনায়তন ভাওয়াল নাটমন্দিরে এই উৎসব শুরু হয়।

উৎসবে অংশ নেয় - আনন্দলোক ললিতকলা একাডেমি, নটরাজ, হৃদ শব্দ সংগীতালয়, উপসংহার ও কথাকলি। অনুষ্ঠানে একক আবৃত্তি করেন সাজেদা রোজী। সম্মিলিত সাংস্কৃতিক জোট, গাজীপুরের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজনু অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম। আয়োজক সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম।

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর কারণে সাংস্কৃতিক অঙ্গনেও স্থবির অবস্থার সৃষ্টি হয়। এ কারণে দীর্ঘ বিরতির পর আবার সক্রিয় হয়ে উঠতে শুরু করেছে জেলার সাংস্কৃতিক সংগঠনগুলো।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer