Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

ভুটানে প্রথম দফা নির্বাচনে ক্ষমতাসীন দলের হার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১২, ১৬ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ভুটানে প্রথম দফা নির্বাচনে ক্ষমতাসীন দলের হার

ঢাকা: ভুটানে তৃতীয় সাধারণ নির্বাচনের প্রথম দফায় ক্ষমতাসীন দল হেরে গেছে। পরাজয়ের কথা স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী।

হাভার্ড থেকে গ্রাজুয়েট শেরিং টোবগে দ্বিতীয়বারের মত ক্ষমতায় থাকার আশা করছিলেন। কিন্তু তিনি দুই বিরোধী দলের কাছে পরাজিত হন। আগামী ১৮ অক্টোবর দ্বিতীয় দফার নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচন কর্মকর্তারা জানান, দ্রুক নেয়ামরূপ টেসগপা (ডিএনটি) পার্টিকে সামান্য ব্যবধানে এগিয়ে দ্রুক পুইনসুম টেসগপা (ডিপিটি) জয় পেয়েছে।

রোববার এক টুইট বার্তায় টোবগে ডিপিটি ও ডিএনটি উভয় দল ও তাদের প্রাথীদের অভিনন্দন জানিয়েছেন।

একজন নির্বাচনী কর্মকর্তা জানান, নির্বাচনে মোট ২ লাখ ৯১ হাজার ভোটার ভোট দেয়। অর্থাৎ মোট ভোটারের ৬৬ শতাংশ ভোট দিয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer