Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

ভারতের প্রথম অস্কারজয়ী ভানু আথাইয়া আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৩, ১৬ অক্টোবর ২০২০

প্রিন্ট:

ভারতের প্রথম অস্কারজয়ী ভানু আথাইয়া আর নেই

ঢাকা : ভারতীয় চলচিত্র দুনিয়ায় নক্ষত্রপতন। দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর অবশেষে চলে গেলেন ভারতীয় সিনেমার জগতে সর্বপ্রথম অস্কার বিজেতা কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

১৯৮৩ সালে রিচার্ড অ্যাটেনবার্গ পরিচালিত `গান্ধী` ছবির সৌজন্যে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে সন্মানিত হন ভানু। বৃহস্পতিবার চন্দনবাড়ি শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে বিনোদন দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর মেয়ে রাধিকা গুপ্ত জানিয়েছেন, আট বছর আগে মস্তিষ্কে টিউমার ধরা পরে ভানুর। শেষ বছর শয্যাশায়ী হয়েই ছিলেন। শরীরের একাংশে বাসা বেঁধেছিল পক্ষাঘাতও। বৃহস্পতিবার সকালেই চলে যান তিনি।

ভানুর জন্ম হয়েছিল কোলাপুরে। ১৯৫৬ সালে গুরু দত্তের বিখ্যাত ছবি সি.আই.ডি র মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পোশাক ডিজাইনার হিসেবে প্রবেশ করেন। অতঃপর ১৯৮৩ সালে `গান্ধী` ছবির সৌজন্যে যৌথভাবে জন মোলোর সঙ্গে রূপালি দুনিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হন আথাইয়া।

উল্লেখ্য, ২০১২ সালে তিনি একাডেমি অফ মোশন পিকচার্সকে ফিরিয়ে দিয়েছিলেন তাঁর অস্কারের স্মারক, কারণ আশঙ্কা করেছিলেন এখানে হয়তো যথাযথ রক্ষণাবেক্ষন হবে না।

নিজের কেরিয়ারে শতাধিক ছবিতে কাজ করেছেন ভানু। তার মধ্যে গুলজারের ছবি লেকিন (১৯৯০ ) এবং আশুতোষ গোয়াড়েকরের লাগান (২০০১) ছবির সৌজন্যে দুবার ভূষিত হয়েছিলেন জাতীয় পুরস্কারে। কিংবদন্তির মৃত্যুতে শোকস্তব্ধ চলচ্চিত্র মহল এবং ফ্যাশন জগৎ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer