Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

ভারত-শ্রীলঙ্কা উপকূলে ভারতীয় বাহিনীর টহল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৯, ২২ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

ভারত-শ্রীলঙ্কা উপকূলে ভারতীয় বাহিনীর টহল

ঢাকা : শ্রীলংকায় ভয়াবহ সিরিজ বিস্ফোরণে পার্শ্ববর্তী দেশ ভারতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পরপর চালানো এ হামলায় ভারত-শ্রীলঙ্কা উপকূল এলাকায় বিশেষ টহল দিচ্ছে ভারতীয় বাহিনী।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, শ্রীলংকায় হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের ভারতে প্রবেশের সম্ভাবনা এড়াতে ভারত-শ্রীলংকা জলসীমায় কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

সংবাদ সংস্থা এ এন আই জানিয়েছে, ভারতের জলপথে সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া বিমানগুলোতেও নজরদারি চালানো হচ্ছে বলেও জানায় তারা। তাছাড়া ভারতে অনুপ্রবেশ ঠেকাতে ইন্ডিয়ান কোস্ট গার্ডকেও অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গতকাল হামলার পরপরই শ্রীলংকার বিষয়টি ভারত গভীর পর্যবেক্ষণে রেখেছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

সুষমা বলেছেন, কলম্বোয় ভারতীয় দূতাবাসের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রাখছি। পরিস্থিতির ওপর আমাদের গভীর নজর রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer