Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

ভারত-চীন উত্তেজনা বাড়ছে : উত্তরাখণ্ডে সেনা মোতায়েন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৬, ২৬ মে ২০২০

প্রিন্ট:

ভারত-চীন উত্তেজনা বাড়ছে : উত্তরাখণ্ডে সেনা মোতায়েন

উত্তরাখণ্ডে ইন্দো-চীন সীমান্তে বাড়তি সেনা মোতায়েন শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বেইজিং নিজের এলাকায় সেনা সংখ্যা বৃদ্ধি করছে এমন সংবাদ পাওয়ার পরই উত্তরাখণ্ডে বাড়তি সেনা মোতায়েন শুরু করেছে ভারত।

উত্তরাখণ্ডে অবস্থিত ইন্দো-চীন সীমান্তের মধ্যাঞ্চলে বাড়তি বাহিনী মোতায়েন করা হচ্ছে। চীন গুলডং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ধরে সেনা মোতায়েন করায় ভারতীয় সেনাবাহিনীও সে পথেই হাঁটছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের

আগে থেকেই ভারত-চীন সীমান্তে উত্তেজনা চলছিল। তার মধ্যেই গত কয়েকদিন ধরে সীমান্তে সেনা সংখ্যা বাড়াচ্ছিল চীন। পাল্টা পদক্ষেপ হিসেবে উত্তরাখণ্ডে বাড়তি সেনা মোতায়েন করেছে ভারত।

লাদাখে সেনাবাহিনীর পাশাপাশি ইউএভি (আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল) দিয়ে নজরদারি চলছে।

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অঞ্চলের বেশ কিছু জায়গায় ইতোমধ্যেই শক্তি বাড়িয়েছে চীন। ঝুঁকিপূর্ণ হলেও ওইসব এলাকায় ভারতও সেনা মোতায়েন করেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer