Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

‘বুদ্ধচেতনার গল্পগুচ্ছ’র পাঠোন্মচনে বাঁশরীসন্ধ্যা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৯, ২৭ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

‘বুদ্ধচেতনার গল্পগুচ্ছ’র পাঠোন্মচনে বাঁশরীসন্ধ্যা

ছবি: সংগৃহীত

‘বুদ্ধচেতনার গল্পগুচ্ছ’ গ্রন্থটি প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রখ্যাত কথাকার সেলিনা হোসেন এ গ্রন্থের পাঠোন্মচন করেন।

গত রোববার বিকেলে পূর্ণ বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার কৃপাশরণ সভাগৃহে এ অনুষ্ঠানের শুরুতে মধুশ্রী চৌধুরীর পরিচালনায় পরিবেশিত হয় চর্যাপদের নারী শীর্ষক একটি আলেখ্য। এরপরে গ্রন্থটি সম্পর্কে আলোচনা করেন, সাংবাদিক শিশির রায়। উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সভাপতি গ্রন্থ সম্পাদক হেমেন্দু বিকাশ চৌধুরী, প্রাক্তন সভাপতি পঙ্কজকুমার দত্ত, বিশিষ্ট বাঁশিবাদক ওস্তাদ আজিজুল ইসলাম, অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়া, অধ্যাপক সুমিত বড়ুয়া ও বিশিষ্ট সংস্কৃতিকর্মী কামরুল হাসান। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ওস্তাদ আজিজুল ইসলাম বাঁশিতে শ্রী রাগ ও ভাটিয়ালি মূর্ছনায় শোতৃবৃন্দকে মোহিত করেন। অনুষ্ঠানরে দ্বিতীয় র্পবে ওস্তাদ আজজিুল ইসলাম বাঁশিতে শ্রী রাগ ও ভাটয়িালি মূর্ছনায় শ্রোতাদের মোহিত করেন।

শাস্ত্রীয় বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম উপমহাদেশের শীর্ষস্তরের সুরসাধক হিসেবে খ্যাতিমান। এশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সবখানেই বাঁশি শুনিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। বিগত প্রায় অর্ধশতকের পদচারণায় দেশেবিদেশে অজস্র সম্মাননায় ভূষিত হয়েছেন এ শিল্পী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer