Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ প্যানেলে ডা. মামুন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩২, ২৩ মে ২০২০

প্রিন্ট:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ প্যানেলে ডা. মামুন

ঢাকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ প্যানেলে জায়গা করে নিয়েছেন দেশের শীর্ষস্থানীয় হেপাটোলজিস্ট অধ্যাপক ডা. মামুন আল মাহতাব। তিনি সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে হেপাটাইটিস নির্মূল বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সদস্য নির্বাচিত হয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হেপাটাইটিস নির্মূল বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের জন্য যে ১১ জন সদস্য নির্বাচিত করেছে, তার মধ্যে ডা. মামুনই একমাত্র বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, প্রাথমিকভাবে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ডা. মামুন কাজ করবেন। পরে সময় আরো বাড়তে পারে। কী করে ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূল করা যায় সে বিষয়ে সরকারকে ইনপুট দেওয়া এবং গাইড করার কাজ করবে এ প্যানেল।

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান এবং লিভার বাংলাদেশের স্টাডি ফর ফোরামের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer