Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বিনাপানি-কচুয়া অংশের রাস্তা ডেবে খালে: যান চলাচল বন্ধের আশংকা

মোঃ আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ০৯:১৮, ৩ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিনাপানি-কচুয়া অংশের রাস্তা ডেবে খালে: যান চলাচল বন্ধের আশংকা

ছবি : বহুমাত্রিক.কম

ঝালকাঠি : কাঁঠালিয়ায় খুলনা-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিনাপানি-কচুয়া অংশের বিনাপনি জিরো কিলোমিটার থেকে সরোয়ার ইঞ্জিনিয়ার বাড়ির সামনের ব্রীজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার অনেক স্থানে গর্ত ও ভেঙ্গে-দেবে খালে বিলীন হয়ে গেছে।

বিশেষ করে বিনাপানি ষ্টীল ব্রিজ থেকে কাঁঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের সম্মূখভাগে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। গত কয়েকদিনের জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি ও স্রোতের তোড়ে বিদ্যালয়ের সামনের প্রায় ৩/৪শ মিটার পাকা রাস্তার এক-তৃতাংশ খালে বিলীন হয়ে গেছে এবং একাধিকস্থানে বড় আকারে ফাটল ধরেছে।

এতে কাঁঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়টি হুমকির মুখে রয়েছে। ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা না নেয়া হলে যে কোন মুহূর্তে পটুয়াখালী-ভান্ডারিয়া-বিনাপানি-কচুয়া-বেতাগী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে যান চলাচল ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। এই সড়ক দিয়ে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা ও বরগুনা জেলার শতশত লোকজন ও বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে।

কাঁঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহীদুল আলম জানান, ৬ জেলাবাসীর যাতায়ত সহজতর করার লক্ষ্যে ২০১৬-২০১৭ অর্থ বছরের খুলনা-পটুয়াখালী গুরুত্বপূর্ণ এ সড়কের বিনাপানি থেকে কচুয়া ফেরিঘাট পর্যন্ত ৫কিলোমিটার সংস্কার করা হয়। এক বছর না যেতেই সড়কের অনেক স্থান দেবে ও ভেঙ্গে খালে চলে গেছে। বিশেষ করে কাঁঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয় সমনা রাস্তা ও ষ্টীল ব্রিজ এলাকায় ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। জরুরী ভিত্তিতে ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।

সৈয়দপুর কচুয়া গ্রামের মোঃ হারুন অর রশিদ বলেন, গত কয়েকদিনের জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি ও স্রোতের তোড়ে আমার বাড়ীর সামেনের ৩/৪শ মিটার পাকা রাস্তার এক-তৃতাংশ খালে বিলীন হয়ে গেছে এবং একাধিকস্থানে বড় আকারে ফাটল ধরেছে। জরুরী ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।

ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ কাবিল জানান, ভাঙ্গন কবলিত ও দেবে যাওয়া স্পট পরির্দশন করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এ কর্মকর্তা।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer