Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

ডাকাতদের হামলায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৩, ২৫ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

ডাকাতদের হামলায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি নিহত

ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের হামলায় কামাল হোসেন (৩৫) ওরফে আসিফ ইকবাল নামে বাংলাদেশি এক ব্যবসায়ী নিহত হয়েছেন।বাংলাদেশ সময় বুধবার  বিকাল তিনটার দিকে দক্ষিণ আফ্রিকার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় তাকে হত্যা করে আফ্রিকার ডাকাতরা।

বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাগ্নে সাংবাদিক আরাফাত হোসেন সিফাত। 

নিহত কামাল হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকার মৃত খলিল মিয়ার ছেলে। ১০ বছর আগে স্ত্রী ও কন্যাকে রেখে দক্ষিণ আফ্রিকায় যান তিনি।

সিফাত বলেন, কামাল মামা দক্ষিণ আফ্রিকার হিয়াভুসা এলাকায় একটি দোকান নিয়ে ব্যবসা করতেন। বুধবার স্থারীয় সময় সন্ধ্যায় দোকানটিতে ডাকাতদল হানা দেয়। এসময় ডাকাতরা ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার আগে তার মাথা পলিথিন দিয়ে আটকে ফেলে ও শ্বাসরোধ করে হত্যা করে।

তিনি আরও বলেন, আমাদের এক আত্মীয় সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। দ্রুত তার লাশ যেন দেশে ফিরে সেই ব্যবস্থা করা হচ্ছে।