Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বিগত ৭ বছরের মধ্যে এই প্রথম সামরিক ব্যয় বাড়ালো যুক্তরাষ্ট্র

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৯, ২৯ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

বিগত ৭ বছরের মধ্যে এই প্রথম সামরিক ব্যয় বাড়ালো যুক্তরাষ্ট্র

ঢাকা : যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় বৃদ্ধি করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের নীতিমালা অনুযায়ী বিগত সাত বছরের মধ্যে এই প্রথমবারের মতো এ ব্যয় বাড়ানো হলো।

সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউটের (সিপরি) প্রকাশিত নতুন এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

সিপরির হিসাব অনুযায়ী, গত বছর বিশ্বব্যাপী সামরিক ব্যয় ২.৬ শতাংশ বেড়ে ১.৮ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।এ নিয়ে দ্বিতীয় বছরের মতো বিশ্বব্যাপী সামরিক ব্যয় বৃদ্ধি পেল। আর এটি হচ্ছে ১৯৮৮ সালের পর সর্বোচ্চ সামরিক ব্যয়।

সিপরি’স আর্মস অ্যান্ড মিলিটারি এক্সপেনডিচার (এএমইএক্স) কর্মসূচির পরিচালক অডি ফ্লিউরেন্ট বলেন, ‘ট্রাম্প প্রশাসনের গৃহীত ২০১৭ সালের নতুন অস্ত্র সংগ্রহ কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সামরিক ব্যয় বৃদ্ধির এ পদক্ষেপ নেয়া হয়েছে।’

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer