Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বাংলাদেশে সন্ত্রাসী হামলার হার ও ঝুঁকি কমেছে: যুক্তরাষ্ট্র

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৯, ২ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

বাংলাদেশে সন্ত্রাসী হামলার হার ও ঝুঁকি কমেছে: যুক্তরাষ্ট্র

ঢাকা : ২০১৭ সালের তুলনায় গেলো বছর বাংলাদেশে সন্ত্রাসী হামলার হার এবং ঝুঁকি কম ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাস বিষয়ক ২০১৮ সালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বলা হয়, নিজভূমি সন্ত্রাসীদের ব্যবহার করতে না দেয়া এবং সন্ত্রাসবিরোধী জিরো টলারেন্স নীতি অব্যাহত রেখেছে বাংলাদেশ। দেশের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে।তারা সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করছে বলে উল্লেখ করা হয়। তবে অভিযানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সফলতাকে প্রশ্নবিদ্ধ করছে বলে জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় এখনো উদ্বিগ্ন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer