Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশানে সুবীর নন্দীর শেষকৃত্য হবে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৪, ৮ মে ২০১৯

আপডেট: ২২:০১, ৮ মে ২০১৯

প্রিন্ট:

বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশানে সুবীর নন্দীর শেষকৃত্য হবে

ঢাকা : রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশানে বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর শেষকৃত্য সম্পন্ন হবে।

বুধবার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, সুবীর নন্দীর মরদেহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে।

তিনি বলেন, এরপর শিল্পীর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় (বিএফডিসি) এবং সেখান থেকে রামকৃষ্ণ মিশনে নেয়া হবে। তার মরদেহ সিঙ্গাপুর থেকে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছে।

একুশে পদকপ্রাপ্ত সুবীর নন্দী বাংলাদেশ সময় মঙ্গলবার ভোররাত চারটায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer