Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

পুলওয়ামা হামলার কড়া জবাব দেবে ভারত: মোদি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ২০:৫১, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

প্রিন্ট:

পুলওয়ামা হামলার কড়া জবাব দেবে ভারত: মোদি

ঢাকা: পুলওয়ামা হামলার কড়া জবাব দেবে ভারত। জঙ্গিরা উচিত শিক্ষা পাবেই। নাম না-করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘোষণা করলেন, `মোস্ট ফেভারড নেশন নয় পাকিস্তান।` হাইস্পিড ট্রেন বন্দেভারতের সূচনায় গিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, `জঙ্গিদমনে পূর্ণ স্বাধীনতা রয়েছে সেনার। সেনার উপর আস্থা রয়েছে। ষড়যন্ত্র করে পার পাবে না প্রতিবেশী দেশ। মূল্য দিতেই হবে। পাকিস্তান বড় ভুল করেছে।`

শুক্রবার জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন চলেছেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর, উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইকের মতো পাকিস্তানকে ফের একটি জবাব দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। পুলওয়ামা হামলায় নিহতের সংখ্যা উরির চেয়ে অনেকটাই বেশি। একই সঙ্গে কর্তারপুর করিডোর বাতিল নিয়েও আলোচনা হয়েছে।

সকাল সাড়ে ৯টা নাগাদ বৈঠকটি হয়। ভারতের প্রধানমন্ত্রী ছাড়াও বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও অর্থমন্ত্রী পীযূষ গয়াল। রাজনাথ সিং-এর আজ বিহারে লোকসভা ভোটের প্রচার ছিল৷ ভোটের সব প্রচার সভা বাতিল করে দিয়েছেন তিনি। শ্রীনগরে নিরাপত্তা নিয়ে দফায় দফায় বৈঠক করবেন তিনি৷ 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer