Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

নারী কর্মীদের খাটো স্কার্ট পরতে টাকা দেয় যে কোম্পানি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ৩১ মে ২০১৯

প্রিন্ট:

নারী কর্মীদের খাটো স্কার্ট পরতে টাকা দেয় যে কোম্পানি

ঢাকা : কাজের ক্ষেত্রে স্কার্ট পরেই আসুক নারী কর্মীরা - এজন্য নারী কর্মীদের বোনাস হিসেবে নগদ টাকা অফার করছে রাশিয়ার একটি কোম্পানি।রীতিমত তোপের মুখে পড়েছে কোম্পানিটি, কারণ তারা তাদের নারী কর্মীদের স্কার্ট পড়ে কর্মস্থলে উৎসাহিত করার চেষ্টা করছে।

টেটপ্রফ একটি অ্যালুমিনিয়াম উৎপাদন কোম্পানি এবং আগামী ত্রিশে জুন পর্যন্ত তাদের `ফেমিনিটি ম্যারাথন` প্রচারণা চলবে।এটি তাদের নারী কর্মীদের স্কার্ট বা এ ধরণের পোশাক পড়ে অফিসে আসতে উদ্বুদ্ধ করার প্রচারণা।

তারা বলছেন যেসব নারী কর্মী স্কার্ট পড়বে তাদের তারা নিয়মিত বেতনের বাইরে একশ রুবল বা দেড় মার্কিন ডলার করে অতিরিক্ত অর্থ দেবে।স্কার্ট বলতে এখানে হাঁটু থেকে ৫ সেন্টিমিটারের বেশী বড় নয়, এমন পোশাকের কথা বলছে তারা।

আর বোনাস পেতে এলে অফিসে এসে নিজের একটি ছবি তুলে পাঠাতে হবে কোম্পানিকে।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

কেউ কেউ একে নারীদের বাজেভাবে উপস্থাপনের অভিযোগ করছেন।

সুপরিচিত নারীবাদী ব্লগার ও সাংবাদিক জ্যালিনা মারশেঙ্কুলভাও এনিয়ে কথা বলেছেন।
তবে সেক্সিজমের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ওই কোম্পানি, যারা ২০১৪ সালের শীতকালীন অলিম্পিক ও ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের মালামাল সরবরাহের কাজ পেয়েছিলো।

"আমরা আমাদের কাজের দিনগুলোকে উজ্জ্বল করতে চাই," কোম্পানির মুখপাত্র বলেছেন একটি রেডিও স্টেশনকে।

"আমাদের টিমে ৭০ ভাগই পুরুষ। এখানে অনেক নারীই ট্রাউজার পরে আসে। আমরা আশা করছি আমাদের প্রচারণা নারীদের মধ্যে সচেতনতা আনবে যাতে করে তারা তাদের নারীত্বকে উপভোগ করতে পারে।"

রাশিয়ায় টুইটার খুব একটা প্রভাব বিস্তার করেনা। তারপরেও অনেকেই টুইটারে এর সমালোচনা করছেন।

একজন লিখেছেন, "খাটো স্কার্ট পরার জন্য একশ রুবল বোনাস পেতে যিনি আসবেন তিনি পুরুষ নিয়ন্ত্রিত টিমকে উজ্জ্বল করবেন।"

তবে কোম্পানির মুখপাত্র বলছেন তাদের সিইও এটি চালু করেছেন যাতে কোম্পানিতে কাজ করার মেয়েরা তাদের মতো করেই অফিস করতে পারে।

"তাদের কারও ছেলেদের মতো হেয়ার কাটের বা পোশাক পড়ার দরকার নেই। তাদের যা ইচ্ছে সেটাই তারা পরবে।"

বিবিসি বাংলা

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer