Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ধীরগতির ওয়েবসাইট সম্পর্কে আগেই সতর্ক করবে ক্রোম ব্রাউজার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪০, ১৬ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

ধীরগতির ওয়েবসাইট সম্পর্কে আগেই সতর্ক করবে ক্রোম ব্রাউজার

ঢাকা : জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোম। এবার ধীরগতির ওয়েবসাইট সম্পর্কে সতর্ক করবে ক্রোম ব্রাউজার। কারণ ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে এই সতর্ক বার্তা দেবে ব্রাউজারটি। নতুন এই উদ্যোগের আওতায় ব্যবহারকারীরা কোনো ওয়েবসাইটের ঠিকানা লিখে সার্চ করলেই সেই সাইটটি লোড হতে দেরি করে কি না, সেটা যাচাই করবে ক্রোম ব্রাউজার।

যদি সাইটটি লোড হতে দেরি করে তাহলে ওই সাইটটির ওয়েব ঠিকানার আগে একটি বিশেষ চিহ্ন দেখানো হবে। এর ফলে ওই ওয়েবসাইটে ঢোকার আগেই সেটির ক্ষতিকর দিক সম্পর্কে জানতে পারবেন ব্যবহারকারীরা। আর অল্প কিছু দিনের মধ্যেই এ সুবিধা পাওয়া যাবে।

সম্প্রতি অনিরাপদ ওয়েবসাইট সম্পর্কে ব্যবহারকারীদের সতর্ক বার্তা পাঠানোর ফিচার চালু করেছে গুগল ক্রোম ব্রাউজার। এজন্য বিভিন্ন সাইটের ওয়েব ঠিকানার আগে ‘নট সিকিউর’ লেখাটি প্রদর্শন করে ক্রোম ব্রাউজার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer