Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

দেশে করোনায় ‍মৃত্যু কমল : শনাক্তের হার ১.৮৮ শতাংশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৮, ১৬ অক্টোবর ২০২১

প্রিন্ট:

দেশে করোনায় ‍মৃত্যু কমল : শনাক্তের হার ১.৮৮ শতাংশ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন আরও ৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৫২ জনে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২৯৩ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬৫ হাজার ১৭৪ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৮০ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪৪২ জন। মোট সুস্থ ১৫ লাখ ২৭ হাজার ৩৩৩ জন।

এর আগে শুক্রবার  সারা দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা যায় ৯ জন। করোনা শনাক্ত হয় ৩৯৬ জনের দেহে।

 

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer