Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

দু’শ নারী নেতৃবৃন্দের সাথে ‘জয় বাংলা নাগরিক পরিষদ’র মতবিনিময়

মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ

প্রকাশিত: ১৩:৩৬, ৭ ডিসেম্বর ২০১৮

আপডেট: ১৩:৩৭, ৭ ডিসেম্বর ২০১৮

প্রিন্ট:

দু’শ নারী নেতৃবৃন্দের সাথে ‘জয় বাংলা নাগরিক পরিষদ’র মতবিনিময়

ছবি : বহুমাত্রিক.কম

ময়মনসিংহ : আগামী ৩০ ডিসেম্বর সারাদিন, মাহাজোট প্রার্থীকে ভোটদিন, এই আহবান জানিয়ে মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের সার্বজনীন শ্লোগান ‘জয়বাংলা’ নাম ধারণ করে ময়মনসিংহে জয়বাংলা নাগরিক পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার রাতে সিটি কর্পোরেশন হল রুমে দুই শতাধিক নারী নেতৃবৃন্দনের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জয়বাংলা নাগরিক পরিষদের আহবায়ক বর্ষিয়ান আইনজীবী মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট আনিসুর রহমান খানের সভাপতিত্বে বিশিষ্ঠ সংগঠক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালামের সঞ্চালনায় জেলার সামাজিক, সাংস্কৃতিক, জনপ্রতিনিধি, পেশাজীবী, বিভিন্ন শ্রেণী পেশার নারীসহ দুই শতাধিক নারী নেতৃবৃন্দ মতবিনিয়ম সভায় উপস্থিত ছিলেন। নারী নেতৃবৃন্দ স্বাধীনতার পর একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নারীর বিভিন্ন অধিকার বাস্তবায়ন ও সুযোগ-সুবিধা দিয়েছেন।

নারীদের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি অব্যহত রাখতে আবারো মাহাজোট প্রার্থীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় অধিষ্ঠিত করার আহবান জানিয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ এর যুগ্ন আহবায়ক ডা: হরিশংকর দাস, ডা: তারা গোলন্দাজ, ড. মো: সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফরিদুজ্জমান খান, মনিরা সুলতানা মনি, সাংবাদিক নিয়ামূল কবির সজল, সাংবাদিক নজরুল ইসলাম, আইনুন নাহার, রোকেয়া আফসারী শিখা, অ্যাডভোকেট রাশেদা তাহমিনা প্রীতি, নুরজাহান ভুইয়া, এলিনা খান প্রমুখ।

গত ২ ডিসেম্বর ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বর্ষিয়ান আইনজীবী মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট আনিসুর রহমান খানকে আহবায়ক এবং বিশিষ্ঠ সংগঠক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালামকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট ‘জয়বাংলা নাগরিক পরিষদ’ এর কমিটি গঠিত হয়েছে।

এই কমিটিতে পেশাজীবী সমন্বয় পরিষদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, স্বাধীনতা শিক্ষক পরিষদ, স্বাধীনতা সাহিত্য পরিষদ, ব্যবসায়ী, সাংবাদিকসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে জয়বাংলা নাগরিক পরিষদ গঠিত হয়েছে।

আগামী ১১ ডিসেম্বর হতে প্রচারণার শেষদিন পর্যন্ত ময়মনসিংহ বিভাগের বিভিন্ন নির্বাচনী এলাকাসহ টাঙ্গাইল ও কিশোরগঞ্জের বিভিন্ন আসনে ‘মাহাজোট প্রার্থীকে ভোটদিন’ প্রচারণায় অংশ নিবেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক সঙ্গীত, পথসভা, সমাবেশ, লিফলেট ও পোস্টার বিতরণ উঠোন বৈঠক, নারী এবং নতুন প্রজন্মের ভোটারদের উদ্ধুদ্ধ করতে প্রচারণা চালাবে সংগঠনটি।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer